চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আবারও দালাল গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শাহাদাত হোসেন সিফাত (১৮) নামের এই দালালকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত শাহাদাত হোসেন নগরের পাঁচলাইশ থানাধীন কসমোপলিটন এলাকার আবদুল হালিমের বাড়ির আব্দুল মাবুদ গফুরের ছেলে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক দৈনিক আজাদীকে বলেন, চমেক হাসপাতালের বহির্বিভাগ থেকে ১ জন দালালকে গ্রেফতার করা হয়েছে্ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।