ব্যস্ত এই নগরীতে মানুষের তুলনায় গাড়ি বেশি। চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হওয়ায় রাস্তায় অত্যধিক যান চলাচল হয়। যত্রতত্র গাড়ি পার্কিং, অরক্ষিত ফুটপাত ও অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজট সৃষ্টি হয়। চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ প্রায় এলাকায় কমবেশি যানজট লেগেই থাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম অঞ্চলের প্রাচীনতম একমাত্র সরকারি হাসপাতাল হওয়াতে দূরদূরান্ত থেকে মানুষ চিকিৎসার সেবা নেওয়ার জন্য আসে। কালের আবর্তনে চমেক হাসপাতাল ঘিরে ধীরে ধীরে অসংখ্য প্রাইভেট চিকিৎসালয়, ঔষধালয় ও চিকিৎসা পরীক্ষাগার হয়েছে। চিকিৎসার প্রাণ কেন্দ্র খ্যাত চকবাজার চমেক হাসপাতাল এলাকায় দিন–রাত অ্যাম্বুলেন্স ও প্রাইভেট গাড়ি বেশি চলাচল হওয়াতে হরহামেশা যানজট লেগেই থাকে। অত্র এলাকায় অত্যাধিক যানজটের ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ও মৃত্যুঝুঁকিতে আছে যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্স এর রোগী। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ চমেক হাসপাতাল এলাকায় যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
আলতাফ হোসেন হৃদয় খান
পাঁচলাইশ ৩নম্বর
ওয়ার্ড, চট্টগ্রাম।











