চমেক ছাত্রাবাস থেকে শিক্ষার্থীকে বহিষ্কার

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রধান ছাত্রাবাস থেকে এমবিবিএস ৬৪ ব্যাচের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটিতে প্রধান কমিটিতে প্রধান করা হয়েছে চমেক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ সেলিমকে। এছাড়া অপর দুই সদস্য হলেনকিডনি রোগ বিভাগের ডা. ফয়েজুর রহমান এবং মানসিক রোগ বিভাগের ডা. পঞ্চানন আচার্য্য।

জানা গেছে, গত সোমবার রাতে ওই ছাত্রের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রাবাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় তাকে অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ এসে তাকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেয়। জানতে চাইলে চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন বলেন, যে ছাত্রটিকে ছাত্রাবাস থেকে বহিষ্কার করা হয়েছে, সে এক সময় সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করতো। তবে গত জুলাইয়ে আন্দোলনে সময় সে ফেসবুকে পোস্ট করে ছাত্রলীগের রাজনীতি থেকে ছেড়ে দিয়ে জুলাই যোদ্ধা হয়ে যায়। আমাদের ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তারপরেও তাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে তারা বিভিন্ন বিষয়ে আলোচনা থেকে সমস্যার সৃষ্টি হয়। আমরা খবর পেয়ে সাথে সাথে ওই ছেলেকে হোস্টেল থেকে সরিয়ে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির ফল প্রকাশ কাল
পরবর্তী নিবন্ধনতুন কালুরঘাট সেতুর বিদেশি পরামর্শক নিয়োগের প্রথম ধাপ শেষ