শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের পক্ষ থেকে চমাশিহা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের জন্য অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের সচিব অধ্যাপক ও ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির কো–চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির মেম্বার সেক্রেটারি ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামে যে অত্যাধুনিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে তাতে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ট্রাস্টের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি খাতে মা ও শিশু হাসপাতালের মতো প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেন, চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আমাদের এই ক্যান্সার হাসপাতালের কাজ এগিয়ে চলেছে। ইতোমধ্যে ভবন নির্মাণসহ মেডিকেল যন্ত্রপাতি ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে এখানে ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদান শুরু হবে। তিনি বলেন, আমরা ক্ষুদ্র দানকেও গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আমরা চাই এই ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে সকলের অংশগ্রহণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল নির্ধারিত সময়ে শুরু করতে পারব। তিনি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টকে ক্যান্সার হাসপাতাল বাস্তবায়নে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
সভায় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আহসান উল্লাহ, সদস্য ডা. ফজল করিম বাবুল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, এ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু নাসের চৌধুরী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, মাইজভান্ডার শরীফ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফযখানা পরিচালনা পর্ষদের সদস্য মো. শওকত হোসাইন, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।