চবির ৬ স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছয়টি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরমধ্যে শেখ পরিবারের নামে রয়েছে ৫টি স্থাপনা। গতকাল শনিবার বিকালে উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৬ স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিন্ডিকেটে এজেন্ডাভুক্ত করা হয়। এরপর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় সেসব স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ছাত্র আন্দোলনে শহীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন হল করা হয়েছে। আর দ্বিতীয় কলা অনুষদ ভবনের আগের নাম ছিল সাবেক উপাচার্য আবু ইউসুফ ভবন। সেটির নামকরণ করা হয়েছে ছাত্র আন্দোলনে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন। ছাত্রীদের জননেত্রী শেখ হাসিনা হলের নতুন নাম এখন বিজয় ২৪ হল। আর বঙ্গবন্ধু উদ্যানের নতুন নাম জুলাই বিপ্লব উদ্যান। ছাত্রীদের আরেকটি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম এখন থেকে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল। আর শেখ কামাল জিমনেসিয়ামের নতুন নাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম। অপর দিকে ছাত্রদের জন্য নতুন একটি আবাসিক হল করা হবে। পুরোনো শামসুন নাহার হলের জায়গায় করা এই হলের নাম হবে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী হল নামে। যিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এসব স্থাপনাগুলোর নাম পরিবর্তনের বিষয়টি সিন্ডিকেটে এজেন্ডাভুক্ত করা হয়েছিল। সিন্ডিকেট সভায় সেসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ পরিবারের সব নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে নতুন নামই লেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধওয়াহিদ মালেক সভাপতি, মুহাম্মদ সাইফুদ্দিন সাধারণ সম্পাদক
পরবর্তী নিবন্ধনগরে দুই দিনে আ. লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৫০ নেতাকর্মী গ্রেপ্তার