চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলসমূহে অবস্থানরত অছাত্র ও অবৈধ শিক্ষার্থীদের বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম শিকদার। তিনি বলেন, এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার নোটিশ দেওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, প্রশাসন আগামী মাসের ১৬ তারিখের মধ্যে আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থী ও অবৈধ ছাত্রদের হল থেকে বের করার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন ধরেই ছাত্রলীগের বগিভিত্তিক তিনটি উপগ্রুপের দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংঘর্ষে অর্ধশতেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। বিবাদে লিপ্ত গ্রুপগুলো হলো সিএফসি, সিঙটি নাইন ও বিজয়।