চবির সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

ডি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৪%

চবি প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৩ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এছাড়া গতকাল বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে পাসের হার ৩৪ দশমিক ০৬ শতাংশ।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্যসচিব এস এম আকবর হোসাইন জানান, ‘সি’ ইউনিটে মোট ৬টি বিভাগ রয়েছে এবং আসন সংখ্যা ৫১০টি। এই ইউনিটে আবেদন করেছেন মোট ১৬ হাজার ৯২৪ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৩৩ জন পরীক্ষার্থী লড়াই করছেন। তিনি আরও জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠু ও নিরাপদভাবে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০ হাজার ৫৩৩ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ হাজার ৩১৪ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী। আজ সকাল সাড়ে ১০টায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট বিতরণ করা হবে এবং বেলা ১১টা ১৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ৪৭ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৬ হাজার ১৫৬ জন। এতে পাসের হার দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ শতাংশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। তিনি জানান, এবার সর্বোচ্চ নম্বর পেয়েছেন ৯০ দশমিক ৫০ শতাংশ। ফলাফলে দেখা যায়, ৬০১৩৬৮ রোল নম্বরধারী শিক্ষার্থী এ সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন।

এদিকে, আগামীকাল ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভর্তি পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধবোমা বানানোর সময় বিস্ফোরণ, নিহত ১
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে এক জালে ৬৮৭ লাল কোরাল, ১০ লাখে বিক্রি