চবির সাবেক উপাচার্য ড. আবু ইউসুফের স্মরণসভা আজ

| মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

. আবু ইউসুফ নাগরিক স্মরণ সভা কমিটির উদ্যোগে আজ বিকাল ৫টায় দোস্ত বিল্ডিং কার্যালয়ের চবির সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফের ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল ও নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

এতে অতিথি থাকবেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, কবি আবুল মোমেন, প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, . তফাজ্জ্বল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, মো. শাহজাহান, মো. আবু জাফর। স্মরণসভায় সকলকে উপস্থিত থাকার জন্য কমান্ডার মো. ইদ্রিছ, বিজয় ধর ও শাহ আলম ইমন অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল থেকে ফেরার পথে দুই কিশোরীকে ধর্ষণ চেষ্টা, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধদৃষ্টিনন্দন সড়কে নিশ্চিন্তাপুর এখন চিন্তামুক্ত