চবির সহকারী রেজিস্ট্রারকে মারধরের পর পুলিশে দিল শিবিরকর্মীরা

চবি প্রতিনিধি | শনিবার , ২২ নভেম্বর, ২০২৫ at ১০:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবুল মনসুর শিকদারকে ধরে নিয়ে মারধর করে পুলিশে দিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সহসাধারণ সম্পাদক আবুল মনসুর শিকদার বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত। বিকেলে অফিস শেষ করে বাসায় ফেরার পথে শিবিরকর্মীরা তার পথ আটকায়। পরে তাকে টেনেহিঁচড়ে নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং পরে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়।

হাটহাজারী থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শিবিরের এক নেতাকে হত্যার মামলায় আবুল মনসুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছর ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলাটি দায়ের করা হয়।

বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন জানান, গতকাল বিকেল চারটার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। এরপর ঘটনাটি যাচাইয়ের জন্য তিনি ইনস্টিটিউটের একজন কর্মচারীকে থানায় পাঠান।

ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী বলেন, ২০১৪ সালে শিবির নেতা মামুন হোসাইন হত্যার মামলার অন্যতম আসামি আবুল মনসুর শিকদার। ৫ আগস্টের পর তিনি ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা করে আসছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সহরাওয়ার্দী জানান, আমানত হলের শিবির নেতা মামুন হত্যা মামলায় মনসুর শিকদারকে ৫ নম্বর আসামি করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে নিহতের ভাই বাদী হয়ে আদালতে মামলা করেন এবং তারই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে শিবির নেতা মামুন হোসেন নিহত হন।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কবরস্থানের জমির মালিকানা নিয়ে সংঘর্ষ, আহত ২০
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত