চবির শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চবি প্রতিনিধি | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে নুরুল আমিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেন স্টেশনে প্রবেশের সময় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ওই বৃদ্ধ পা পিছলে নিচে পড়ে যান। ট্রেনের বডি ও প্ল্যাটফর্মের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত নুরুল আমিন দক্ষিণ ক্যাম্পাস এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার ছেলে মোরশেদ রানা বলেন, চৌধুরী হাট থেকে ট্রেনে ক্যাম্পাসে ফেরার পথে বাবা পা পিছলে পড়ে যান। কিছুক্ষণ পর তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কিছুদিন আগে স্ট্রোকও হয়েছিল।’

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব মানবাধিকার দিবস আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে হাতির আক্রমণে আহত বনবিট কর্মকর্তা