চবির ফি আদায়ে আধুনিক পদ্ধতি, কমবে ভোগান্তি

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ আগস্ট, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি, প্রতি বর্ষের ফি ও পরীক্ষাসহ যাবতীয় ফি ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রদান করতে হয়। শিক্ষার্থীদের এমন ভোগান্তি দীর্ঘদিনের। ডিজিটাল যুগেও এমন এনালগ পদ্ধতির সমালোচনা করেছেন শিক্ষার্থীরা। প্রতিবছরই পরীক্ষার সময় আসলে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে চবির অগ্রণী ব্যাংকে শিক্ষার্থীদের ফি জমা দিতে হয়। এ নিয়ে অনেকবার অনলাইন ব্যাংকিং করার কথা বললেও বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ।

তবে এবার মিলেছে সুখবর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাবতীয় ফি প্রদানের সিস্টেমকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসতে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। ইতোমধ্যেই বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের সাথে চবি কর্তৃপক্ষ প্রাথমিক আলোচনাও করেছেন বলে আইসিটি সেল সূত্রে জানা গেছে। তবে সিস্টেমটি চালু হলে শিক্ষার্থীদের অনলাইনে ফি পরিশোধের ক্ষেত্রে নির্দিষ্ট একটি চার্জ প্রদান করতে হবে। অপরদিকে যাদের ইচ্ছা তারা কোনো প্রকার বাড়তি চার্জ পরিশোধ করা ছাড়াই পূর্বের মতো ব্যাংকে ফি পরিশোধ করতে পারবেন।

আগামী এক মাসের মধ্যে পেমেন্ট সিস্টেমকে অনলাইনের আওতায় নিয়ে আসার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. খাইরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল পেমেন্ট সিস্টেমকে অনলাইনের আওতায় নিয়ে আসার। এটা করতে পারলে শিক্ষার্থীদের জন্যই বিষয়টা অনেক সহজ হয়। আমরা এটা নিয়ে কাজ করতেছি। ইতোমধ্যে অনেক দূর এগিয়েও গেছি। বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্লাটফর্মের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তারা আমাদের ক্যাম্পাসে এসে দেখেও গেছেন। খুব শীঘ্রই পেমেন্ট সিস্টেমকে আমরা অনলাইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আগামী এক মাসের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব বলে আমি আশাবাদী।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের অকশন শেডে নষ্ট হচ্ছে সাত হাজার টিইইউএস কন্টেনারের পণ্য
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে দুজনের মৃত্যু চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৭৯