চবির নতুন প্রক্টর শহীদ সরওয়ার্দী

চবি প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। গতকাল রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। দায়িত্ব বুঝে নেওয়ার পর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফকে নবনিযুক্ত প্রক্টরের কাছে দায়িত্ব বুঝিয়ে দিতেও বলা হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমি এখনো দায়িত্ব গ্রহণ করিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ২৩ তারিখ দায়িত্ব নেব।

পূর্ববর্তী নিবন্ধসংখ্যাগুরু সংখ্যালঘু নয় আমরা সবাই গর্বিত বাংলাদেশী
পরবর্তী নিবন্ধপোশাকশিল্প এলাকায় বিজিএমইএ স্কুল স্থানান্তরের পরিকল্পনা