চবির তরুণ লেখকদের মাসব্যাপী লেখালেখি কর্মশালার সমাপনী

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চবি শাখার উদ্যোগে মাসব্যাপী লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ সাদী, ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মো.সাখাওয়াত হোসেন। প্রশিক্ষক ছিলেন এডু আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা মো. নাজমুল হাসান। প্রধান অতিথি বলেন, তরুণ লেখকদের সৃজনশীল কার্যক্রম স্মার্ট দেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশ্ববিদ্যালয়ের তরুণদের লেখালেখির চর্চা তাদের মাদকাসক্তি ও অপরাধমূলক কাজ থেকে বিরত রাখবে। তিনি তরুণদের প্রযুক্তির আগ্রাসন থেকে দূরে রাখতে সৃষ্টিশীল লেখালেখির ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। উপস্থিত ছিলেন ওয়াহিদ মুরাদ, মো. নেজাম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আল্লাহর অলিদের কোনো ভয় নেই’
পরবর্তী নিবন্ধদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে শিল্প মালিকদের