চবির একাডেমিক পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত

হল ও শাটল ট্রেন বন্ধই থাকবে

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের একাডেমিক পরীক্ষাগুলো সশরীরে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এসময়ে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ ও শাটল ট্রেন বন্ধই থাকবে।
করোনা মহামারীর কারণে স্থগিত এবং অনলাইনে সম্পন্ন হওয়া বর্ষগুলোও পরীক্ষা নিতে পারবে। স্ব স্ব বিভাগ সংশ্লিষ্ট ডিন অফিস এবং পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সাথে যোগাযোগ করে তারিখ জানাবে।
আজ মঙ্গলবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং সকল অনুষদের ডিন এতে উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য বেনু কুমার দে বলেন, “অর্ডিন্যান্স অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেয়ার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যবিধি মেনে আমরা সব পরীক্ষাই সশরীরে নেব যদি ক্লাস সম্পন্ন হয়ে থাকে। এক্ষেত্রে পরীক্ষা কমিটির সভাপতি, বিভাগীয় সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টর সমন্বয় করে পরীক্ষার তারিখ ঘোষণা করবেন এবং পরীক্ষা নেয়ার ব্যবস্থা করবেন।”
সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, “অসমাপ্ত পরীক্ষার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেই হয়েছে সশরীরে নেওয়ার। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো সশরীরেই নেওয়া হবে। এক্ষেত্রে স্ব স্ব বিভাগ ডিন অফিস ও পরীক্ষা নিয়ন্ত্রক শাখার সাথে যোগাযোগ করে পরীক্ষার তারিখ জানাবে। এসময় আবাসিক হলসমূহ এবং শাটল ট্রেন আগের মতোই বন্ধ থাকবে। তবে ভাইভা পরীক্ষায় এক্সটার্নাল সরাসরি না আসলে অনলাইনে যুক্ত হওয়া লাগতে পারে।”

পূর্ববর্তী নিবন্ধমাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিকল্প নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধচন্দনাইশে পুকুরে ডুবে শিশুর মৃত্যু