চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটে (আইএমএল) নতুনভাবে স্থাপিত ফরাসি ভাষা কক্ষের উদ্বোধন করা হয়েছে। গত ৩০ জুন আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদ্যুপুই ও উপাচার্য প্রফেসর ড. ইয়াহ্ইয়া আখতার।
উপস্থিত ছিলেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ইব্রাহিম হোসেন ও মঞ্জুরুল আলম এবং আঁলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রামের পরিচালক ব্রুনো লা ক্রাম্প। সভাপতিত্ব করেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।
এ ভাষা শিক্ষা কক্ষটি ফ্রান্স দূতাবাস, আঁলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা শিক্ষায় একটি নতুন মাত্রা যোগ করবে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা শিক্ষার সার্টিফিকেট ও ডিপ্লোমা প্রোগ্রামের আওতায় প্রতি বছর ২০০ ঘণ্টা করে পাঠদান করা হবে। উন্নত পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা ফরাসি ভাষায় অধিক দক্ষতা অর্জন করতে পারবে, যা তাদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বহুভাষিক শিক্ষা শুধু ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য নয়, বরং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া ও বৈশ্বিক সমপ্রীতির জন্যও অপরিহার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভাষা শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও বহুভাষিক শিক্ষা বিস্তারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, চবি আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা শিক্ষাদানের জন্য শ্রেণিকক্ষ উদ্বোধনের পূর্বে রাষ্ট্রদূত মাদাম মেরি মাসদ্যুপুই উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আইকিউএসি আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন। পরে রাষ্ট্রদূত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা শিক্ষাদানের জন্য নির্ধারিত একটি শ্রেণিকক্ষ উদ্বোধন করেন। উপাচার্য অতিথিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিরাজমান একাডেমিক কার্যক্রমের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সম্পর্কে অবহিত করেন। উপাচার্য জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে তাঁর প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি অতিথিকে বিশ্ববিদ্যালয়ের অপরূপ প্রাকৃতিক ক্যাম্পাস অবলোকনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।