চবিতে হাল্ট প্রাইজ বিজনেস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চবি প্রতিনিধি | রবিবার , ১৩ ডিসেম্বর, ২০২০ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের বিজনেস প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়েছে। এরপর সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব হয়েছে।
গত ১৩ জুন থেকে হাল্ট প্রাইজের চবি কমিটি ‘অন ক্যাম্পাস রাউন্ড’ কার্যক্রম শুরু করে এবং একটি কার্যনির্বাহী কমিটি গঠন করে। কমিটিটি ‘অন ক্যাম্পাস রাউন্ড’ এর প্রতিটি কার্যক্রমকে সফলভাবে আয়োজন করেছে। ৩২১টি দলের মধ্যে মাত্র ৬টি দল চূড়ান্ত পর্বে তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করার সুযোগ পেয়েছে।
সমাপনী পর্বে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। উপাচার্য বলেন, আমাদের শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরার চেষ্টা করছে, তা জানতে পেরে আমি অভিভূত। আমি হাল্ট প্রাইজ চবি কমিটির চূড়ান্ত সফলতা কামনা করছি। এসময় আরও উপস্থিত ছিলেন চবি মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাবেদ হোসাইন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী তানভির আহমেদ, হাল্ট প্রাইজের রিজিওনাল (এশিয়া) এসোসিয়েট ফাহিম শাহরিয়ার এবং চূড়ান্ত পর্বের বিচারকগণ।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালের বার্ষিক সাধারণ সভা আজ
পরবর্তী নিবন্ধচসিক নির্বাচনে অংশীদারিত্ব নিশ্চিত করুন