চবিতে সোহরাওয়ার্দী হল সংসদে জয়ী আয়াজ ডাকসুর ভিপি সাদিকের ভাই

চবি প্রতিনিধি | শনিবার , ১৮ অক্টোবর, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

গেল এক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতি (ভিপি) পদে বিজয় অর্জন করেছিলেন আবু সাদিক কায়েম। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে হল সংসদে জয় পেয়েছেন তার ছোট ভাই আবু আয়াজ মোহাম্মদ তাওসিব। ফলে শিক্ষাঙ্গনে আলোচনায় এসেছে এক পরিবারের এই দ্বৈত সাফল্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য পদে ১ হাজার ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু আয়াজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২২০২৩ শিক্ষাবর্ষের আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিবিরের সোহরাওয়ার্দী হল শাখার প্রকাশনা সম্পাদক এবং ওই হলেরই আবাসিক শিক্ষার্থী।

জয়ের পর আবু আয়াজ মোহাম্মদ তাওসিব বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি। যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের প্রতি কৃতজ্ঞ। আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবো।’

ডাকসুর ভিপি সাদিক কায়েমের পরিবার মূলত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর গ্রামে বসবাস করছেন। তাদের বাবা পেশায় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, ব্যবসার সূত্রে প্রায় ৪০ বছর আগে খাগড়াছড়িতে স্থায়ী হন তিনি। আবু সাদিক কায়েম ও আবু আয়াজ মোহাম্মদ তাওসিব দুই ভাই, এছাড়া তাদের আরও তিন বোন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে স্বামীর মারধরে পোশাক শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধমৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কালাম ১৪ বছর পর গ্রেপ্তার