চবিতে সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার প্রদান ও গবেষণা কর্মশালার উদ্বোধন

একাডেমিক ভাবমূর্তি উন্নত করতে চাই গবেষণা : উপাচার্য

| মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:৪২ পূর্বাহ্ণ

চবি গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে বিভিন্ন অনুষদের শিক্ষকদের মাঝে সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার প্রদান ও গবেষণা কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সমুদ্রবিজ্ঞান ও মৎস্য ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলআমিন। সভাপতিত্ব করেন গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন গবেষণা কর্মশালার আহ্বায়ক প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রভাষক নায়না ইসলাম। প্রধান অতিথি অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মূলত একটি একাডেমিক প্রতিষ্ঠান। যদি আমরা একাডেমিক ভাবমূর্তি উন্নত করতে চাই, এর একমাত্র নির্ভরযোগ্য উপায় হলো গবেষণা করা, গবেষণা প্রকাশ করা এবং তা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেওয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণাকর্ম অব্যাহত রাখার পরামর্শ দেন। তিনি দু’দিনব্যাপী গবেষণা কর্মশালার উদ্বোধন করেন।

বিশেষ অতিথি উপউপাচার্য (একাডেমিক) বলেন, এ অনুষ্ঠান আমাদের শিক্ষকদের নিষ্ঠা, পরিশ্রম ও অঙ্গীকারের এক উজ্জ্বল প্রতিফলন। জ্ঞানার্জনে তাদের নিরন্তর সাধনা ও গবেষণায় তাদের অবদানই আমাদের একাডেমিক উৎকর্ষের প্রকৃত প্রতিচ্ছবি।

অনুষ্ঠানে সেরা গবেষণা পুরস্কার অর্জন করেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. সাবিনা নার্গিস লিপি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ও উপউপাচার্য (প্রশাসন) . মো. কামাল উদ্দিন, ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ড. রেজাউল আজিম, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. .এম. মাসুদুল আজাদ চৌধুরী এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুদ্র প্রতাপ দেব নাথ। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকবৃন্দ তাদের নিজ নিজ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।

সেমিনারে কীনোট স্পিকার ছিলেন জিন প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলফোরকান, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, ইইই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফজলুল কাদের, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. কাজী আশরাফউজ্জামান, রসায়ন বিভাগের প্রফেসর ড. এস.এম. আবু কাউসার এবং ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের প্রফেসর ড. মো. আকতার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডব, ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা