চবিতে সাংবাদিককে মারধরের ঘটনা তদন্তে কমিটি

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও প্রথম আলোর প্রতিনিধি মোশাররফ শাহকে মারধরের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত রোববার কমিটি গঠন করা হলেও গতকাল সোমবার প্রকাশ্যে আসে কমিটির চিঠি। তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সায়েন্সের প্রফেসর ড. মো. দানেশ মিয়া। সদস্য আইন বিভাগের প্রফেসর ড. রকীবা নবী ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথ, সদস্য সচিব হিসেবে আছেন সহকারী প্রক্টর মো. আহসানুল কবীর। তদন্ত কমিটির চিঠিতে বলা হয়, গত রোববার চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এবং চবিসাসের সদস্য মোশাররফ শাহের উপর বর্বরোচিত হামলা ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জুবায়ের হাসান তুষারকে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর আহত করা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ছাদিকুর রহমান সাগরকে আহত করার ঘটনা তিনটি তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন পেশ করতে হবে।

এ ঘটনা ও সামপ্রতিককালে চবিতে সাংবাদিকদের ওপর একের পর এক হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে যৌথভাবে মানববন্ধন করবে বলে জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও চিটাগং ইউনিভার্সিটি এঙ জার্নালিস্ট নেটওয়ার্ক (সিইউজেএন)। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

গত রোববার সংবাদ প্রকাশের জেরে চবি সাংবাদিক সমিতির সদস্য মোশাররফ শাহকে মারধরের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) কর্মীদের বিরুদ্ধে। জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্যের কার্যালয়ে যাওয়ার সময় নতুন কলা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেন। এরপর ছাত্রলীগ নিয়ে কেনো প্রতিবেদন তৈরি করেছেন, তা জানতে চান। কয়েকজন তার কপালে, মুখে কিলঘুষি দেন। তার বুকে লাথি দেন। হাতেও আঘাত করেন। মারধরের সময় নেতাকর্মীরা তাকে পরবর্তীতে আর ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন না ছাপানোর হুমকি দেন।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে সরকারের ক্রয়কার্যে সন্ত্রাস কমলেও দুর্নীতি বেড়েছে : টিআইবি
পরবর্তী নিবন্ধ‘তোমাদের আরিফ ভাইয়া’ গ্রেপ্তার