চবিতে সব নির্মাণ কাজ বন্ধের ঘোষণা ঠিকাদারদের

চাঁদাবাজির অভিযোগ, উপাচার্যকে চিঠি

চবি প্রতিনিধি | শুক্রবার , ১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

চাঁদাবাজির অভিযোগ এনে সব ধরনের মেরামত ও নির্মাণ কাজ বন্ধের ঘোষণা দিয়েছেন ঠিকাদাররা। গতকাল বৃহস্পতিবার উপাচার্য বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদারদের সমিতি। চিঠিতে ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন ও সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীর স্বাক্ষর রয়েছে। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন ঠিকাদার সমিতির সভাপতি মো. সেকান্দর হোসেন। তিনি বলেন, কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের কাজ বন্ধ থাকবে। সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী ফোন রিসিভ করেননি। চিঠিতে বলা হয়, ‘কিছু মাদকাসক্ত অছাত্রের চাঁদাবাজির বলী হচ্ছেন ঠিকাদারেরা। তারা রড, ইট, সিমেন্ট, বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ সব ধরনের নির্মাণসামগ্রী চুরি করছে। তারা প্রকাশ্য ঠিকাদার, নির্মাণশ্রমিক, প্রকৌশলীদের মারধর করছে। সর্বশেষ ২৩ আগস্ট এসব অছাত্র পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় কলা ও মানববিদ্যা অনুষদে এক ঠিকাদারকে গালাগাল করেছে। তাকে রড দিয়ে মারধরের চেষ্টা করেছে।’

চিঠিতে আরও বলা হয়, চাঁদাবাজির এসব অভিযোগ অতীতে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো অভিযোগ করায় শ্রমিকদের মারধর করে বিভিন্ন নির্মাণসামগ্রী নিয়ে গেছে চাঁদাবাজেরা। প্রতিদিনই কোথাও না কোথাও মালামাল লুট হচ্ছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদারেরা মানহানিসহ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব ঘটনার বিহিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত ঠিকাদারেরা সর্বসম্মতিক্রমে সব মেরামত ও নির্মাণ কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের ব্যক্তিগত সহকারী এস এম ফোরকান বলেন, নির্দিষ্ট কিছু বিষয় উল্লেখ করে ঠিকাদার সমিতি একটা চিঠি দিয়েছে। উপাচার্য ম্যাডাম না থাকায় দেখাতে পারিনি। রোববার আসলে দেখানো যাবে। এ বিষয়ে জানতে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, নির্দিষ্ট কিছু ব্যক্তির কারণে ঢালাওভাবে কোনো সংগঠনকে দোষারোপ করা ঠিক নয়। নিউজের ভিত্তিতেও কাউকে দোষী বলা যায় না। বিশ্ববিদ্যালয়ের তদন্তে যদি ছাত্রলীগের কোনো সদস্যের দোষ প্রমাণিত হয়। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নেত্রী শাকিলাসহ পলাতক ৪ জনের বিরুদ্ধে নতুন করে ওয়ারেন্ট
পরবর্তী নিবন্ধ২২ লাখ টাকার হেরোইন খুঁজে দিল কুকুর ‘রানী’