চবিতে শিক্ষক নিয়োগে দুই রকম বিজ্ঞপ্তি

চবি প্রতিনিধি | শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৩ বিভাগের ১৯টি স্থায়ী ও ৩টি অস্থায়ী পদে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২৫ নভেম্বর রাতে। পরেরদিন সকালেই আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে একটি পদ সরিয়ে নেয়া হয়েছে। রাতারাতি একটি পদ সরিয়ে ফেলায় উঠছে নানা আলোচনা-সমালোচনা।
দুটি নিয়োগ বিজ্ঞপ্তি পর্যালোচনা করে দেখা যায়, ২৫ নভেম্বর রাতে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বরে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্থায়ী প্রভাষক পদে একজন নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়। সকাল হতেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেখানে বাদ দেওয়া হয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি। এটি ছাড়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে আগের তারিখসহ অন্য সবকিছু একই ছিল।
জানা যায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষাছুটির বিপরীতে অস্থায়ী প্রভাষক হিসেবে কর্মরত আছেন এনএম ইসতিয়াক চৌধুরী। বিভাগের একটি পদে স্থায়ী প্রভাষক নিয়োগের সিদ্ধান্ত ছিল আগে থেকেই। গত ২৩ অক্টোবর চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার চবির শিক্ষক সেলে এ বিভাগের একটি পদে নিয়োগের সম্মতি দিয়ে সই করেন। এরপরও গত ৩১ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন স্থায়ী প্রভাষক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়নি। এছাড়া প্ল্যানিং কমিটির অধিকাংশ সদস্যের নতুন দুই শিক্ষক নেওয়ার বিষয়ে দ্বিমত থাকলেও একটি পদে স্থায়ী প্রভাষক নিয়োগের সিদ্ধান্ত অপরিবর্তিত ছিল। এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা বলেন, উপাচার্য মহোদয় বিভাগের একজন স্থায়ী শিক্ষক নিয়োগের বিষয়ে সম্মতি দেওয়া সত্ত্বেও ৩১ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ করা হয়নি। এমনকি গত ২৫ নভেম্বর রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি উল্লেখ থাকলেও পরেরদিন সকালেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি নতুন বিজ্ঞপ্তিতে সংশোধনের বিষয়টিও উল্লেখ করা হয়নি। কে বা কারা এর পেছনে জড়িত সেটাই বড় প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, এ পদের নিয়োগের বিষয়টি পরের বিজ্ঞপ্তিতে যাবে। এটি কোনো সমস্যা নয়।

পূর্ববর্তী নিবন্ধদুর্ভোগের আরেক নাম কালুরঘাট সেতু
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ও হাটহাজারীর ২৬ ইউপিতে ভোট কাল