বিসিএসের স্বপ্ন দেখা শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান ও উৎসাহিত করতে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনার।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) আয়োজনে ও লজেন্সের পৃষ্ঠপোষকতায় আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সেমিনার। গতকাল রবিবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সেমিনারের বিষয়টি জানান ক্যারিয়ার ক্লাবের সভাপতি শাহরিয়ার আলম। লিখিত বক্তব্যে শাহরিয়ার আলম বলেন, ৬ ফেব্রুয়ারি (আজ) সকাল ১০টায় চবি ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ‘রোড টু বিসিএস’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হবে। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেমিনার এবং কুইজে ফ্রিতে অংশ নিতে পারবেন যে কেউ। কুইজে অংশ নিয়ে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজনকে দেওয়া হবে লজেন্সের পক্ষ থেকে মেধাবৃত্তি। এছাড়া সকল কুইজ প্রতিযোগিদের জন্য থাকবে বিশেষ উপহার সামগ্রী। সেমিনারটির সার্বিক পৃষ্ঠপোষকতা করছে বিসিএস ও সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক প্লাটফর্ম লজেন্স। পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চবি সাংবাদিক সমিতি, দৈনিক আজাদী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নুসরাত নিম্মি, সাফায়েত হোসেন তুষার, মো. মোস্তাক আল মুজাহিদ জিনিয়াস, ইব্রাহিম খলিলুল্লাহ সিয়াম, সাজনিন তাসনিম।