চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং রেইনবো ও চিটাগং ইউনিভার্সিটি ন্যাচার ক্লাবের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতের ২০০টি চারা রোপণ করবে সংগঠন দুটি। গত রোববার কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। এ সময় প্রক্টর এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রতিটি ক্যাম্পাসের শিক্ষার্থীরা এভাবে উদ্যোগ গ্রহণ করলে, এগিয়ে এলে বাংলাদেশ পরিণত হবে সবুজের সমারোহে। চিটাগং ইউনিভার্সিটি ন্যাচার ক্লাবের সভাপতি লিওন হাসান এবং রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং রেইনবোর সাধারণ সম্পাদক কাজী সৌরভ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া, সাইদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু, রকিবুল হাসান দিনার, শহীদুল ইসলাম ও রাজু মুন্সি। প্রেস বিজ্ঞপ্তি।












