চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ গত ১৯ সেপ্টেম্বর ব্যাংকিং ক্রিকেট চ্যাম্পিয়নশিপ–২০২৩ এর আয়োজন করে। চবি কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্যাংকিং থান্ডারস ৪২ রানে ব্যাংকিং রয়েলসকে পরাজিত করে। টস জিতে ব্যাট করতে নেমে ১৪ ওভার শেষে সব উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ব্যাংকিং থান্ডারস। জবাবে ব্যাট করতে নেমে ১২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানে থামে ব্যাংকিং রয়েলসের ইনিংস। ব্যাট হাতে ১৩ রান এবং বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয় ব্যাংকিং থান্ডারসের বিশ্বজিৎ দাশ। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান তাসলিমা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইনান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নেসারুল করিম, ফিজ্যিকেল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের পরিচালক আনিসুল ইসলাম, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, সহকারী অধ্যাপক রুবায়েত হোসেন, সহকারী অধ্যাপক এনামুল হক, সহকারী অধ্যাপক রিফাত রহমানসহ প্রতিটি দলের মেন্টরবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হারুন উর রশীদ।