চবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড

| মঙ্গলবার , ২৭ জুন, ২০২৩ at ৯:৫৪ পূর্বাহ্ণ

ফ্লেয়ারস পিচ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুইরেন্স বিভাগ আয়োজিত রিজিওনাল বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামী। বিশেষ অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, ইউএসটিসির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ শাহাবুদ্দিন এবং স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আরাফাতুল ইসলাম আকিব। সভাপতিত্ব করেন ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান তাসলিমা আক্তার। বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা আতকিয়া সুবাত, সাধারণ পরিচালক মো. আছির চৌধুরী এবং ইনোভেশন অফিসার মো. খালেদ ইকবাল। প্রধান অতিথি বলেন, আমাদের শিক্ষকদের গবেষণাকে এগিয়ে নেয়ার জন্য এই বিজনেস আইডিয়া প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এসব আইডিয়া আমাদের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারবে। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডের মোট আটটি টিমের মধ্যে চ্যামিপয়ন হয়েছে চবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের টিম ক্রোমা, প্রথম রানার্স আপ চবির টিম ক্যাটকিনস এবং চমেকের টিম মোনার্কি ও আইআইইউসির টিম আমিগো যৌথভাবে ২য় রানার্স আপ হন। ইভেন্টটির কো সপনসর ছিলো টি কে গ্রুপ, অ্যাসোসিয়েট স্পনসর ইস্টার্ন রিফাইনারি, সাপোর্টিং স্পনসর বিএসআরএম স্টিল এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। এছাড়াও র্স্ট্যাটেজিক পার্টনার ছিল বাংলাদেশ রাবার বোর্ড এবং ইনভেস্টমেন্ট পার্টনার স্টার্টআপ চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে ৫শ পরিবারে ভিজিএফের চাল বিতরণ
পরবর্তী নিবন্ধইউসিবি পিএলসির ৪০তম বার্ষিক সাধারণ সভা