চবিতে বাবুর্চির সাথে দুই ছাত্রলীগ নেতার যে আচরণ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বাইরে থেকে মসলার প্যাকেট কিনে নিতে বলায় বাবুর্চির অণ্ডকোষে লাথি মারার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই বাবুর্চির নাম মোহাম্মদ আব্দুল আলী। তিনি চবির শাহ আমানত হলের সহকারী বাবুর্চি।

অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন, চবির সমাজতত্ত্ব বিভাগের ২০১৫১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ এবং বিবিএ অনুষদের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোরশেদুল আলম রিফাত।

বাবুর্চি মোহাম্মদ আব্দুল আলী বলেন, চবি ছাত্রলীগের উপগ্রুপ বিজয়ের রিফাত ও সিএফসির আরিফ নামের দুইজন হলের ডাইনিংয়ের রান্নাঘরে রান্না করার জন্য এসে আমার কাছে আদা রসুন মসলা চায়। আমি তাদেরকে এসব দিয়েছি। শুধু বলেছি, আপনাদের মতো প্রতিদিন এমন অনেক গ্রুপের লোকজন আসে মসলা ও নানা জিনিসপাতি নিতে। এখন দ্রব্য মূল্যের দাম অনেক বেশি। বাইরে দোকানে মসলার ছোট ছোট প্যাকেট পাওয়া যায়। ওখান থেকে আপনারা একটা প্যাকেট নিয়ে আসলে ভালো হয়। এটা বলার সাথে সাথে ওরা আমাকে কিলঘুষি ও লাথি মারতে শুরু করে দেয়। এক পর্যায় তারা আমার অণ্ডকোষে দুইটা লাথি মারে। অণ্ডকোষ ফুলে গেছে। ব্যাথার জন্য প্রস্রাব করতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম রিফাত বলেন, এর সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা ওখানে একটু রাতের রান্না করতে গেছিলাম জাস্ট। ওনার সাথে একটু তর্ক হয়েছে। এর বেশি কিছু হয়নি। এদিকে ঘটনার পর থেকে অপর ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ তার ফোন বন্ধ করে রেখেছেন। যার কারণে, তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর নির্মল কুমার সাহা বলেন, বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে হলগার্ড আমাকে বলেছেন। প্রক্টরের সাথেও কথা হয়েছে। একজন হাউজ টিউটরকে বিষয়টি দেখাশুনার দায়িত্ব দিয়েছি। আমি আগামীকাল হলে গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আজিম সিকদার বলেন, আমরা শুনেছি। তবে, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

পূর্ববর্তী নিবন্ধরজনীগন্ধা ডুবল কীভাবে?
পরবর্তী নিবন্ধছোলা-খেজুরসহ ৮ পণ্য আমদানির এলসিতে নগদ মার্জিন শিথিল