চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি।
করোনাভাইরাসের প্রকোপ না থাকলে সশরীরে শুরু হবে ক্লাস, নইলে অনলাইনেই চলবে। এর মধ্যে ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, “ডিনস কমিটির এক সভায় প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। করোনার প্রকোপ না থাকলে সশরীরে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে কিংবা সরকার থেকে সশরীরে বন্ধ রাখার নির্দেশনা আসলে অনলাইনে ক্লাস শুরু করার পরিকল্পনা আছে আমাদের।”
রেজিস্ট্রার বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনও কিছু আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করছে। এ কারণে তৃতীয় মেধা তালিকা ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। তবে ২২ ফেব্রুয়ারির আগে আমরা ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করব।”