চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক প্রকৌশলীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে অফিস পিয়নের বিরুদ্ধে। গত বুধবার চবির বিজ্ঞান ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী বিজ্ঞান ওয়ার্কশপের সহকারী যন্ত্র প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) হাদী মো. রশিদ। অভিযুক্ত আহমেদ কবির বাল্লাও একই অফিসের পিয়ন। প্রকৌশলী হাদী মো. রশিদ বলেন, অফিস পিয়নকে কাজের নির্দেশ দিলে আমার ওপর রেগে যায়। এক পর্যায়ে গালিগালাজ ও লোহার পাইপ দিয়ে আমাকে মারধর করলে মাথায় ও শরীরে আঘাত পাই। আমি রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। হাটহাজারী থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবো।
অপরদিকে অভিযোগ অস্বীকার করে আহমেদ কবির বাল্লা বলেন, আমি কাউকে মারধর করিনি। হাদী মো. রশিদ স্যার আমাকে স্টোর রুমে যেতে বলেন। ওই সময় স্টোর রুমে আমার কাজের দায়িত্ব ছিল না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।