চবিতে তরুণ লেখক সম্মেলন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ২ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় তরুণ লেখক সম্মেলন ২০২৪ এর দ্বিতীয়দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় তিন শতাধিক তরুণ লেখক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গতকাল বুধবার লেখার মেলবন্ধনে, একত্রিত হও লেখক বন্ধু স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইত্তেখারুল ইসলাম সিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী।

প্রধান অতিথি বলেন, তরুণ লেখকদের নিয়মিত লিখতে, পড়তে, অনুশীলন করতে হবে। একজন লেখকের লিখার নিজস্ব স্টাইল থাকতে হবে। গঠনমূলক সমালোচনা থাকা লাগবে। তরুণ লেখকদের লেখালিখির প্রথম শর্ত হচ্ছে লেখালিখির মধ্যে নিয়মিত লেগে থাকা।

প্রধান আলোচক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, লেখক হতে হলে জীবন থেকে শিখতে হবে এবং পারিপার্শ্বিক, পরিবেশের কি সমস্যা দেখতে হবে। একদিনে লেখক হওয়া যায় না।

পূর্ববর্তী নিবন্ধমোহিনী সংগীতা সিংহের গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের কর্মশালা