চবিতে ছাত্রলীগের দু’পক্ষের হাতাহাতি, মধ্যরাতে উত্তেজনা

চবি প্রতিনিধি | বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের কর্মীদের উত্তেজনা লক্ষ্য করা গেছে। গতকাল রাত এগারোটার দিকে চবির শহীদ আবদুর রব হলে এ ঘটনা ঘটে। বিবদমান দুই পক্ষ ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ বাংলার মুখ ও একাকার এর সদস্য বলে জানা গেছে।
জানা যায়, শহীদ আবদুর রব হলে একটি কক্ষে একাকারের ১৭-১৮ শিক্ষাবর্ষের খালিদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের বিজন ও বাংলার মুখের ১৮-১৯ শিক্ষাবর্ষের একজন কর্মী থাকতো। গতকাল সন্ধ্যার দিকে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেটাকে কেন্দ্র করে রাত এগারোটার দিকে দুই পক্ষের কর্মীরা সংঘর্ষে জড়ানোর চেষ্টা করে। এসময় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে একাকারের অন্য হলের কর্মীরা রব হলে ঢুকতে চাইলে তাড়া দেয় বাংলার মুখের কর্মীরা। এ সময় একাকারের একজন ও বাংলার মুখের দুইজন এবং একজন প্রতিবন্ধী শিক্ষার্থীও আহত হয়েছে বলে জানা যায়। পরে প্রক্টরিয়াল বডি পরিস্থিতি শান্ত করেন। একাকারের নেতা মইনুল ইসলাম রাসেল আজাদীকে বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। কথা থেকে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা বসে সেটা সমাধান করেছি। বাংলার মুখের নেতা আবু বকর তোহা আজাদীকে বলেন, আমি ঘটনাস্থলে আছি। কথা কাটাকাটি হয়েছে। আমরা সমাধান করবো। এ ব্যাপারে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধআর্ট পেপার ঘোষণায় এল সিগারেটের বিপুল জাল স্ট্যাম্প
পরবর্তী নিবন্ধএকটি ভ্যানের স্বপ্ন