চবিতে ছাত্রলীগের দু’পক্ষের উত্তেজনা

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৩৬ পূর্বাহ্ণ

জুনিয়র এক কর্মীকে মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। এসময় শাহ আমানত হল ও শাহজালাল হলে ঢিল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডি পুলিশ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এতে কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হন বাংলা বিভাগের ১৯-২০ সেশনের শিহাব আরমান মুনির। তিনি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর অনুসারী। জানা যায়, শিহাব আরমান মুনির ক্যাম্পাসের শহীদ মিনারে অবস্থান করছিলেন। এসময় সাত-আটজন এসে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। মারধরকারীরা শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। তারা আব্দুর রব হলে থাকে। পরে মারধরের খবর ছড়িয়ে পড়লে শাহজালাল হলে থাকা সাধারণ সম্পাদকের অনুসারীরা উত্তেজিত হয়ে যায় এবং আমানত হলে অবস্থানরত সভাপতির অনুসারীদের ওপর ইট-পাটকেল ছুড়তে থাকে। পাল্টাপাল্টি ঢিল ছোড়াছুঁড়ির পর প্রক্টরিয়াল বডি পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল আজাদীকে বলেন, জুনিয়রদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা বসে সমাধান করে ফেলবো। সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, আমি কিছু জানি না। আমি শহরে আছি।
প্রক্টর বলেন, হালকা উত্তেজনা হয়েছে। বড় ধরনের কিছু না। আমরা ঘটনাস্থলে গিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক।

পূর্ববর্তী নিবন্ধএমন শাস্তি হবে আর কেউ যেন সাহস না পায় : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধলেবাননে বিক্ষোভে গুলি, নিহত ৬