চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ মে সকাল ১১ টায় চবির এ.কে. খান আইন অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার।

চবি উপাচার্য বলেন, চাঁদপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশন একটি সক্রিয় সংগঠন। এ সংগঠনের মাধ্যমে তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও বলেন, আমি যখন ভর্তি পরীক্ষার সময় কাটাপাহাড় দিয়ে যাই, তখন দেখি চাঁদপুরের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বুথ বসিয়ে, গেঞ্জি পড়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য কাজ করছে। তারা আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় কাজ করে, নিজের বেডে থাকতে দেয়, তাদের সকল ধরনের সার্বিক সহযোগিতা করে। এছাড়া তারা শিক্ষার্থীদের জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে। আমি তাদের কাজে অভিভূত। উপাচার্য এ সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আমরা প্রতিবছর খুব অল্প সংখ্যক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দিতে পারি। তার মধ্যে তোমরা জায়গা পেয়েছো, এটা অত্যন্ত আনন্দ ও গৌরবের। আমি এ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আছি। এখন এ ক্যাম্পাসকে আপন করে নিয়েছি, আপন করে নিয়েছি চাঁদপুরের মানুষজনকে। আমি সংগঠনটির সাথে আছি, ভবিষ্যতেও থাকবো।’

তিনি এ সংগঠনের সফলতা কামনা করেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও চবি প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইকরাম আনসার তুহিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী মান্না ইয়াছমিন, সংগঠনটির উপদেষ্টা আ ন ম শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মনির হোসেন, মোহাম্মদ হাসনাতুজ্জামান ও মো. মহিউদ্দিন মুন্সী। অনুষ্ঠানে সংগঠনের ছাত্র উপদেষ্টাদের মধ্যে ফরহাদ হোসেন জাহিদ, সংগঠনটির ৮ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. শামীম মিজি, ৯ম সভাপতি মো. হাবিবুল হাসান, ৯ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ হিমু, ১০ম সভাপতি মুহাম্মদ ফারুকুল ইসলাম, ১২তম সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, ১২তম সহসভাপতি মো. মেজবাহ উদ্দিন খান ও মুহিব উল্যাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. ইলিয়াস এবং সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।

উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৭১৮, ২০১৮১৯ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায় সংবর্ধনা ও ২০২৩২৪ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ করে নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোনো ভালো কাজ বা উদ্যোগ অর্থের অভাবে আটকায় না
পরবর্তী নিবন্ধবাঁশখালী ঋষিধামে স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের আবির্ভাব উৎসব