চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চের উদ্যোগে সম্প্রতি ভার্চুয়্যালি ‘চতুর্থ শিল্প বিপ্লব শীর্ষক কনফারেন্সের প্রসিডিংসের মোড়ক উন্মোচন’ গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এস এম সালামত উল্যা ভূঁইয়া, কনফারেন্স কমিটির আহবায়ক প্রফেসর ড. মো. আইয়ুব ইসলাম, ব্যুরো অব বিজনেস রিসার্চের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন এবং ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক প্রফেসর ড. এস. এম. শোহরাবুদ্দীন উপস্থিত ছিলেন।
উপাচার্য একটি চমৎকার বিষয়ের উপর ভার্চুয়্যালি জাতীয় কনফারেন্স করায় আয়োজবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলার এখনই সময়। আর এ জন্য শিক্ষক-গবেষকদের এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিয়মিত সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সক্ষম করে গড়ে তুলতে হবে।