চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সদ্য পদোন্নতিপ্রাপ্ত সেকশন অফিসারদের জন্য ২ দিনব্যাপী ‘পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়। আইকিউএসি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন।
প্রথম দিনের টেকনিক্যাল সেশনে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর রোকন উদ্দিন ফারুকী ও কলেজ পরিদর্শক প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোসাইন উপস্থিত ছিলেন।
উপাচার্য তার বক্তব্যে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতি অনেকাংশে নির্ভর করে কর্মকর্তাদের যোগ্যতা, সৃজনশীলতা এবং দায়িত্ববোধের ওপর। যুগের চাহিদা অনুযায়ী প্রশাসনিক কাজে প্রযুক্তি, আধুনিক ব্যবস্থাপনা কৌশল ও কার্যকর যোগাযোগের ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে।তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম হবে আরও গতিশীল।উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, একজন কর্মকর্তা শুধু দাপ্তরিক দায়িত্ব পালন করলেই যথেষ্ট নয়; তাকে হতে হবে দক্ষ সংগঠক, উদ্ভাবনী চিন্তাধারার অধিকারী এবং সময় ব্যবস্থাপনায় পারদর্শী। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করতে নিয়মিত প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় ও নতুন জ্ঞান অর্জনের বিকল্প নেই। কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের অনুপ্রাণিত করতে তিনি কর্মকর্তাদের বেস্ট অ্যাওয়ার্ড চালু করার ঘোষণা দেন।বক্তারা প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে এ ধরনের প্রশিক্ষণের ধারাবাহিক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।









