চবিতে কমফোর্ট সেন্টার ও প্রধান তথ্য কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন আজ

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৪ পূর্বাহ্ণ

আমরা একুশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কমফোর্ট সেন্টার এবং বিশ্ববিদ্যালয় তথ্যকেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন আজ বেলা ১টায় অনুষ্ঠিত হবে। আমরা একুশ চবি এবং রোটারি ইন্টারন্যাশনাল ডি-৩২৮১ বাংলাদেশের উদ্যোগে সমাজ বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের মধ্যবর্তী স্থানে সড়ক পাশে কমফোর্ট সেন্টার নির্মাণ করা হবে। অপরদিকে চবির মূল ফটক সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয় প্রধান তথ্যকেন্দ্র নির্মাণ হবে। চবি ক্যাম্পাসে কমফোর্ট সেন্টার ও বিশ্ববিদ্যালয়ে প্রধান তথ্যকেন্দ্রের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করবেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। আমরা একুশ চবির আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম এবং সদস্য সচিব মহি উদ্দিন বাদল অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঁশখালীতে সহপাঠীদের ব্যাটের আঘাতে আহত ছাত্রের মৃত্যু
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের বই আমাদের সাহসী করে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়