চবিতে ইনোভেশন হাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৯ অক্টোবর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

গবেষণা ও প্রায়োগিক শিক্ষার প্রসারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি ইনোভেশন হাব স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে স্মার্ট কার্ড ব্যবহারের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে ভার্চুয়ালি অংশ নেন, চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।

উদ্বোধনের পরে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদের সভাপতিত্বে হোয়াই স্টার্টআপ ম্যাটার? এ জার্নি অফ সাকসেসফুল এন্টারপ্রিনার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্য দেন, চবি আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ডিইআইইডিপির পরিবেশ বিশেষজ্ঞ ড. মো. বিল্লাল হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট ইউনিভেটর প্রোগ্রামের কৌশলগত পরামর্শক ড. অনন্য রায়হান। চবি ইনোভেশন হাবের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

এদিন দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে চবির উদ্যোগে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে দুপুরে সাড়ে ১২টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে শেখ রাসেলের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি আনন্দ র‌্যালি এবং স্কুলের শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে কেক কাটা ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চবি ইনোভেশন হাব উদ্বোধনের পর চবি উপাচার্য ও উপউপাচার্য (একাডেমিক) চবি ইনোভেশন হাবের নামফলক উন্মোচন করেন। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধএত কিছুর পরও কালুরঘাট সেতু হচ্ছে না কেন?
পরবর্তী নিবন্ধমহানগর পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা (অ-১৭) ফুটবলে পাহাড়তলী ও বন্দর দল জয়ী