চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ওয়াগ্‌গাছড়া চা বাগান পরিদর্শন

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৫ মে, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া জার্নালিজম ফিল্ড ওয়ার্ক কোর্সের অংশ হিসেবে গতকাল শনিবার কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজীব নন্দীর নের্তৃত্বে ৫০জন শিক্ষার্থী চা বাগান ছাড়াও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং কর্ণফুলী নদীতে নৌ বিহার করেন। পরিদর্শনকালে সহযোগী অধ্যাপক রাজীব নন্দী এবং শিক্ষার্থীরা কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নেলী রুদ্রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কয়েকজন শিক্ষার্থী জানান, তারা এর আগে কখনো কাপ্তাই আসেননি। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর কাপ্তাইয়ের রূপলাবণ্য উপভোগ করে তাঁরা মুগ্ধ হয়েছেন বলেও জানান। সহযোগী অধ্যাপক রাজীব নন্দী মাল্টিমিডিয়া জার্নালিজম ফিল্ড ওয়ার্ক যথাযথভাবে সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করায় ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক খোরশেদুল আলম কাদেরী এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তকে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধসিওসি ৮৬’র মাসিক সভা
পরবর্তী নিবন্ধচুনারগুদাম আইস ফ্যাক্টরি রোডের নালা থেকে মাটি অপসারণ