চবি সাংবাদিক সমিতির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী স্মারক ‘অম্লান’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল চবি উপাচার্য দপ্তরে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার রজত জয়ন্তী স্মারকের মোড়ক উন্মোচন করেন। এ সময় চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, চবি ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ও সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া এবং চবি সাংবাদিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, ইমাম ইমু সহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য সমিতির রজত জয়ন্তী উপলক্ষে একটি সুন্দর প্রকাশনা ‘অম্লান’ প্রকাশ করায় তাদেরকে ধন্যবাদ জানান। তিনি সমিতির সদস্যদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত হয়ে নিজেদের জ্ঞান ভান্ডারকে অধিকতর সমৃদ্ধ করার আহবান জানান। তিনি সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।