চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভা

| রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির কার্যনির্বাহী পরিষদের ১ম সভা গত ৮ এপ্রিল চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম। নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি পর্বের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ইফতার মাহফিল, করোনার প্রভাবে আর্থিক অনটনে পড়ে যাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঈদ পুনর্মিলনী আয়োজন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন, উপদেষ্টা রোকসানা ইসলাম রীতা, জাকির হোসেন মিজান, ইকবাল হায়দার, ইউসুফ হোসেন ভুঁইয়া, আবু সালেহ অর্পণ, মাহমুদ হোসেন মামুন, রেহানা আক্তার শোভা প্রমুখ। সভায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমারমা-বাংলা ভাষার অভিধানের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল