চবি শহীদ আবদুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল ২৭ জানুয়ারি চবি কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ হিসাবে হল সংসদ কর্তৃক মার্চপাস্টের সময় ‘জাস্টিস ফর হাদী’ প্লেকার্ড প্রদর্শন করেন হলের ক্রীড়াবিদরা। যা সবার প্রশংসা কুড়ায়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. .কে.এম আরিফুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মো. জহিরুল ইসলাম ও চিংসাইমং মারমা। বিচারকদের পক্ষে প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তরিফুল ইসলামকে উপউপাচার্য শপথ বাক্য পাঠ করান। শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ আশিকুর রহমান আসিফ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ আবদুর রব হল ছাত্রসংসদের ভিপি বোরহান উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান কাপের আগে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের
পরবর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া