চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষা–সাহিত্য–সংস্কৃতি চর্চার ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অবদান অপরিসীম। শিক্ষার প্রতি আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, লেখকরা সবাই মিলে ভালো কাজ উপহার দিতে পারবেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার গত বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের লোগো উন্মোচনে এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের সভাপতি প্রফেসর ড. ওবায়দুল করিম, দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, কথাসাহিত্যিক কলামিস্ট নাসের রহমান, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা লেখক সাইফুদ্দিন আহমদ সাকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, বায়েজিদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি– শিক্ষা সংগঠক মোঃ মাজহারুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা–চট্টগ্রামের সাবেক পরিচালক (ভারপ্রাপ্ত)-কথাসাহিত্যিক ড. আজাদ বুলবুল, বি এড কলেজের অধ্যাপক ড. শামসুদ্দিন শিশির প্রমুখ। চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভারসিটি অব টেকনোলজি এন্ড ফ্যাশনের উপাচার্য ড. ওবায়দুল করিম আগামী ১৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদের প্রথম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য চবি উপাচার্যকে অনুরোধ জানান। তিনি সম্মতি প্রদান করে আয়োজনের সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।