চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করে উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।এ সময় চবি উপউপাচার্য (্‌একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক মানের নয়নাভিরাম একটি অডিটোরিয়াম নির্মিত হয়েছে। এ অনুষদভুক্ত বিভাগসমূহ এখন থেকে এ অডিটোরিয়ামে বিভিন্ন অনুষ্ঠানাদি সম্পন্ন করতে পারবেন। উপাচার্য এ অডিটোরিয়ামের রক্ষণাবেক্ষণে যত্নবান হতে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি কলেজ ছাত্র-সংসদ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল
পরবর্তী নিবন্ধবিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মেয়র