চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্যাথলজি বিভাগ গতকাল রোববার সকাল সাড়ে দশটায় উদ্বোধন করা হয়েছে।
চবি মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে এবং চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় প্যাথলজি বিভাগের উদ্বোধন করেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি উপ–উপাচার্য (প্রশাসন) ও চবি মেডিকেল সেন্টার পরিচালনা পর্ষদের উপদেষ্টা প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন।
ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নতুনভাবে প্যাথলজি বিভাগ চালু করা আমাদের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি মাইলফলক। এখন থেকে আমাদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা–কর্মচারীরা ২১টি গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল পরীক্ষা এখানেই করতে পারবেন–যা পূর্বে বাইরে করতে হতো। এ সেবা চালুর ফলে সংশ্লিষ্টদের সময়, অর্থ ও ঝুঁকিসহ সবকিছুর সাশ্রয় হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে মেডিকেল ফ্যাকাল্টি করার চিন্তা বর্তমান প্রশাসনের রয়েছে। সরকারের সহযোগিতা পেলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সহজ হবে। এজন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, চবি প্যাথলজি বিভাগ ভবিষ্যতে আরও আধুনিক যন্ত্রপাতি ও সেবা দিয়ে সমৃদ্ধ হবে, যাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার একদিন পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্রদানের মডেল প্রতিষ্ঠানে পরিণত হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো এনায়েত উল্যা পাটওয়ারী, প্রফেসর ড. মুহাম্মদ জাফর, আইন অনুষদের ডিন প্রফেসর ড. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া, শাহ আমানত হলের প্রভোস্ট প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান, রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, বনবিদ্যা ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খান, পরিসংখ্যান বিভাগের প্রফেসর, এস্টেট শাখার প্রশাসক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ প্রমুখ।