চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা তাদের শিক্ষা সফরের অংশ হিসেবে এবং ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগের প্রথম এবং প্রধান পুনর্বাসন কেন্দ্র আর্ক পরিদর্শন করে। মনোবিজ্ঞান বিভাগের এসোসিয়েট প্রফেসর আফজাল হোসেনের নেতৃত্বে প্রায় ২৬ জন শিক্ষার্থী আর্ক পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের সম্মতিক্রমে এই কেস স্টাডি পরিচালনা করেন। আগত অথিতিদের সার্বিক সহযোগিতা করেন উক্ত পুনর্বাসন কেন্দ্রের সাইকোলজিস্ট ফারহানা আলম আরজু এবং প্রোগ্রাম ম্যানেজার দিদারুল আলম।
শিক্ষা সফর ও কেইস স্টাডির সুযোগ তৈরী করে দেওয়ায় মনোবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আর্ক কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। অতিথিরা আর্ক এর বিভিন্ন কার্যক্রম কিভাবে পরিচালিত হয় সে ব্যাপারে প্রতিষ্ঠানের কর্মরত স্টাফ এবং চিকিৎসাধীন রোগীদের কাছ থেকে অবগত হয়ে এসবের ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেন আর্ক যে গুণগত মান বজায় রেখে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে সেটি যদি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পরিবার এবং সমাজ উভয়ই উপকৃত হবে। উল্লেখ্য আর্ক বর্তমানে হাটহাজারী থানার অন্তর্গত পশ্চিম শিকারপুর ইউনিয়নের কোলাহলমুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে তার এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রেস বিজ্ঞপ্তি।