চবি ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯২ শতাংশ

চবি প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় মোট উপস্থিতি ছিল ৯২ দশমিক ০৭ শতাংশ। গতকাল শনিবার সকাল সোয়া ১১টায় শুরু হওয়া ভর্তি পরীক্ষা দুপুর সোয়া ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

জানতে চাইলে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খাঁন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন কেন্দ্রে মোট ৬৩ হাজার ৭৯৪ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করেন।

কেন্দ্রভিত্তিক উপস্থিতির হিসাবে দেখা গেছে, ঢাকা কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ১৩ শতাংশ, রাজশাহী কেন্দ্রে ৯৩ দশমিক ৫৪ শতাংশ এবং চট্টগ্রাম কেন্দ্রে উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ৫৪ শতাংশ। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে (নাট্যকলা, চারুকলা, আরবি, ইসলামিক স্টাডিজ, পালি ও সংগীত বিভাগ ব্যতীত) সাধারণ আসন সংখ্যা ৬৯০টি। এ অনুষদের অধীনে রয়েছে মোট ১২টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউট। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১০০ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বাংলা অথবা ঐচ্ছিক ইংরেজি থেকে ৩০ নম্বর, ইংরেজিতে ৩০ নম্বর এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর নির্ধারণ করা হয়। উত্তীর্ণ হতে হলে পৃথকভাবে বাংলায় ন্যূনতম ৭, ইংরেজিতে ৬ এবং সাধারণ জ্ঞানে কমপক্ষে ১৩ নম্বর অর্জন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে খোরশেদুল আলম চৌধুরীর জানাজা আজ
পরবর্তী নিবন্ধছিপাতলী গাউছিয়া আজিজিয়া শাহী দরবারে ২ দিনব্যাপী ওরশে কাদেরী কাল শুরু