চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ জানুয়ারি চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারি প্রাঙ্গণে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মুর্তজা বশীর স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সেলিনা আখতার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ, সহ–সভাপতি প্রফেসর আবদুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ওয়ার্ডেন প্রফেসর জাহেদ আলী চৌধুরী।
উপাচার্য বলেন, চবি চারুকলা ইনস্টিটিউট অত্যন্ত সমৃদ্ধ ইনস্টিটিউট। দেশবরেণ্য অনেক শিক্ষক–শিল্পী এ ইনস্টিটিউটে অধ্যাপনা করেছেন। এ ইনস্টিটিউটের ৬জন গুণী শিল্পী একুশে পদকে ভূষিত হয়েছেন। এ গুণী শিক্ষকদের সান্নিধ্যে থেকে অনেক শিক্ষার্থী আজ দেশ–বিদেশে সুপ্রতিষ্ঠিত। চারুকলা একটি নানন্দিক শিল্পকর্ম। চারুশিল্পীরা তাঁদের কল্পনা ও মনের সত্য বাসনা রং–তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন, যা সাধারণ মানুষের শৈল্পিক মনকে পরিতৃপ্ত করে। শিল্পী মুর্তজা বশীর ছিলেন উঁচুমার্গের একজন আদর্শ শিক্ষক। এ গুণী শিক্ষকের নামে স্মৃতিবৃত্তি প্রাপ্তরা ভবিষ্যতে অধ্যয়ন ও অধ্যাবসায়ে অধিক উৎসাহ–অনুপ্রেরণা পাবে মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। পরে উপাচার্য মুর্তজা বশীর স্মৃতি বৃত্তি বিজয়ীদের নাম ঘোষণা করেন। পেইন্টিং বিভাগের মোট চারজন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। তিনি প্রদর্শনী ঘুরে দেখেন।
অনুষ্ঠানে চবি কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, চবি জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. এ কে এম রেজাউর রহমান, শিক্ষক সমিতির সদস্য মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষার্থী যুক্তা সাহা ও তৌহিদ এলাহী। প্রদর্শনী আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।