চবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গুণীজন সংবর্ধনা

| রবিবার , ১৭ এপ্রিল, ২০২২ at ১০:৩৯ পূর্বাহ্ণ

চবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৫ এপ্রিল নগরীর একটি রেস্টুরেন্টে গুণীজন সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন চবি উপ- উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া। চবি পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. দিল আফরোজ বেগমের সভাপতিত্বে সংবর্ধনা সভা সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী ও এনআইটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ আহসানুল হাবিব। সংবর্ধিত অতিথিবৃন্দ হলেন-প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান। অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চবি পদার্থবিদ্যা বিভাগের জন্য বিভাগের সভাপতির কাছে ২টি এয়ারকন্ডিশনার হস্তান্তর করা হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এইচ এম হাবিবুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগাউছিয়া কমিটি ধুমপাড়া শাখার মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প