চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চায়িত হবে মনোজ মিত্রের বিখ্যাত নাটক ‘কিনু কাহারের থেটার’। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে বিকাল ৫টা প্রথম প্রদর্শনী ও সন্ধ্যা ৭টায় দ্বিতীয় প্রদর্শনী মঞ্চায়িত হবে। ‘কিনু কাহারের থেটার’ নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র এবং পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন অসীম দাশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিভাগটির সহকারী অধ্যাপক অসীম দাশ। তিনি চবি নাট্যকলা বিভাগের সভাপতি শাকিলা তাসমিনের লিখিত বক্তব্য উপস্থাপন করে বলেন, অতিমারির দীর্ঘ সময় অতিক্রান্ত হবার পর নাট্যকলা বিভাগ নব উদ্যমে তাদের শিল্পচর্চার দ্বার উন্মোচন করেছে।
চবি নাট্যকলা বিভাগ নানা প্রতিকূল প্রতিবেশ উপেক্ষা করে একাডেমিক কার্যক্রমকে সংহত রূপদানে বদ্ধ পরিকর। ধারাবাহিক শিল্পচর্চায় নাট্যকলা বিভাগ দেশ ও দেশের বাইরে নিজেদের স্বকীয়তা বজায় রেখে শিল্পচর্চা বিস্তার লাভে সমর্থ হয়েছে। তিনি বলেন, চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে দর্শকরা ২০০ ও ১০০ টাকা মূল্যের টিকেটের মাধ্যমে নাটকটি দেখতে পারবেন। আগ্রহীরা টিকেট সংগ্রহ করতে পারবেন চবি নাট্যকলা বিভাগের সামন থেকে অথবা প্রদর্শনীর দিন থিয়েটারে প্রবেশমুখ থেকেই।