চবি ছাত্রীহলসমূহের পিঠা উৎসব

| বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহলসমূহের উদ্যোগে শীতকালীন ‘পিঠা উৎসব’ শহীদ মিনার চত্ত্বরে গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে উপস্থিত ছিলেন।

এছাড়াও চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোষ্ট, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য বলেন, পৌষের পিঠা উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ। এ দেশের মানুষ শীতকালীন পিঠাপুলি পছন্দ করে। উপাচার্য এ ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবারের ভিন্ন ভিন্ন স্বাদের বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহবান জানান। উপাচার্য অতিথিদের নিয়ে বিভিন্ন ছাত্রীহলের স্টলসমূহ পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁকখালীতে ভাসমান অবস্থায় রোহিঙ্গা কিশোরের মরদেহ
পরবর্তী নিবন্ধ‘গডফাদার’ হয়ে আসছেন শাকিব খান