চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। গত বৃহস্পতিবার দুপুর ২টায় ষোলশহর রেল স্টেশনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুন।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি শাহাদাত হোসেন, আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নকিব হোসাইন চৌধুরী, সাইফুল ইসলাম সায়েম, মো. হিসাম উদ্দিন, মিসবাহ উদ্দিন নাসিম, মোহাম্মদ হাসান, আসাদুল হাবিব, জীববিজ্ঞান অনুষদের সদস্য সচিব অহিদুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের সদস্য সচিব আবু শাহাদাত মো. আদিল, কলা অনুষদের আহ্বায়ক ছালামত উল্লাহ সালাম, আব্দুর রব হলের আহ্বায়ক মামুনুর রশীদ, সদস্য আতিকুর রহমান, মো. ইউসুফ, মো. সোয়াইব, মো. কামরুল ইসলাম, আরিফুল ইসলাম, সোহেল আহমেদ, হারুন রশিদ, মো. মেহেদী হাসান, মো. মহসিন, রাশেদ উল্লাহ, মো. শাহজান, আরিফুর রহমান, নোমান, হুমায়ুন রহমান, আব্দুল কাদের, জিল্লুর রহমান, তৌহিদ, রিদয় হোসেন, রাশেদুল ইসলাম, শাহাদাত হোসেন, সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ আল মামুন মোর্শেদ মীর্জা, রাকিবুল ইসলাম, রাজু, মোহাব্বত, রফিক, তৌহিদ, আয়ুব, পারভেজ, ফয়সাল, সেলিম, দিদার, মোমিন, সনজয়, ওমর ফারুখসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।
এতে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও লুটপাটের ঘটনায় জনগণ অতীষ্ট। সরকারের লুটপাটের কারণে রাষ্ট্রীয় কোষাগার যখন প্রায় শূন্য তখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই নতুন নতুন কৌশল করে সরকার। তারই অংশ হিসেবে আইন আদালতকে ব্যবহারের মাধ্যমে বিরোধীমতের লোকদের নিপীড়ন করা হচ্ছে। সরকারের ইঙ্গিতেই তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল জিয়া পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদালতে তিন আসামির জবানবন্দি
পরবর্তী নিবন্ধগাউছুল আজম মাইজভাণ্ডারী মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন